ঘটনাটা সদ্য বিদায়ী বছরের। ডুব ছবির কাজে তখন মুম্বাইয়ে নির্মাতা ফারুকী আর অভিনয়শিল্পী তিশা। সেখানে এক রেস্তোরাঁকর্মীকে বোকা বানাতে গিয়ে নিজেরাই বিস্ময় উপহার পেয়েছেন।
এ প্রসঙ্গে ফারুকী ফেসবুকে লিখেছিলেন,‘আমরা খাবার অর্ডার দিয়ে বসে আছি। ওয়েটার এসে অর্ডার নিচ্ছে, এটা সেটা এনে দিচ্ছে। যখনই সে কাছে আসে বাংলায় কথা বলা শুরু করি যাতে ওয়েটার না বুঝতে পারে। আধা ঘণ্টা পর আবিষ্কার করা গেল আমাদের সকলই ছিল পণ্ডশ্রম। ওয়েটার মুম্বাইয়ের ছেলে হলেও আদি বাড়ি কলকাতা। ফলে বাংলা বোঝে।’
এ প্রসঙ্গে ফারুকী ফেসবুকে লিখেছিলেন,‘আমরা খাবার অর্ডার দিয়ে বসে আছি। ওয়েটার এসে অর্ডার নিচ্ছে, এটা সেটা এনে দিচ্ছে। যখনই সে কাছে আসে বাংলায় কথা বলা শুরু করি যাতে ওয়েটার না বুঝতে পারে। আধা ঘণ্টা পর আবিষ্কার করা গেল আমাদের সকলই ছিল পণ্ডশ্রম। ওয়েটার মুম্বাইয়ের ছেলে হলেও আদি বাড়ি কলকাতা। ফলে বাংলা বোঝে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন