গুলশানের ঢাকা সিটি করপোরেশন মার্কেটে আগুনের তিন দিন পরও ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, পুড়ে যাওয়া মালামাল থেকে এই ধোঁয়া বের হচ্ছে।
দুর্ঘটনার তিন দিন পর বৃহস্পতিবার সকালেও ফায়ার সার্ভিসের ৫০ জনেরও বেশি কর্মী ভবনটির সামনে দায়িত্ব পালন করছেন। বাহিনীটির পাঁচটি গাড়িও সেখানে মোতায়েন আছে। তবে ধোঁয়া বের হওয়ার ঘটনায় তারা নতুন করে পানি বা অন্য কোনো রাসায়নিক ছিটাচ্ছে না তারা।
দুর্ঘটনার তিন দিন পর বৃহস্পতিবার সকালেও ফায়ার সার্ভিসের ৫০ জনেরও বেশি কর্মী ভবনটির সামনে দায়িত্ব পালন করছেন। বাহিনীটির পাঁচটি গাড়িও সেখানে মোতায়েন আছে। তবে ধোঁয়া বের হওয়ার ঘটনায় তারা নতুন করে পানি বা অন্য কোনো রাসায়নিক ছিটাচ্ছে না তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন