সাকিব আল হাসান যখন আছেন, তখন নেই কবি সুকান্ত ভট্টাচার্য। কিশোর কবির বয়স এবার হতো ৯১। থাকলে কী বিখ্যাত কবিতাখানির নতুন সংস্করণ হতো এই লেখার শীর্ষ? এই মহাবিশ্বে তা আর জানার উপায় নেই। আমরা বরং সাকিবে ফিরে আসি। ওয়েলিংটনের মাটিতে যখন নব্বইয়ের ঘরে বিশ্বসেরা এই অলরাউন্ডার, তখন ছোটপর্দায় ভীরু ভীরু চোখে আমার চাহনি। কিন্তু শতকের আগের স্নায়ুর চাপ-টাপ ওশেনিয়ার কনকনে হাওয়ায় উড়িয়ে দিলেন সাকিব। ব্যাটে একদিনের মেজাজ এনে লহমায় পৌঁছে গেলেন তিন অঙ্কের ঘরে। শতকের পর তো কথাই নেই। দৌঁড়ের উপরেই থাকলো রানের চাকা। তরতর করেই দেড়শতক থেকে তিনের অঙ্কটা দ্বিতীয়ায় নিয়ে গেলেন সাকিব। তখন দৃঢ়চেতা ভূমিকা নিয়ে পার্শ্বচরিত্রে দেশের প্রথম দ্বিশতকিয়ান দলের কাপ্তান মুশফিকুর রহিম।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন