বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির কল্যাণে সারা জীবন আত্মনিবেদিত ছিলেন। বঙ্গবন্ধু মুক্তি না পেলে বাংলাদেশের স্বাধীনতা ধরে রাখতে পারতাম কি না সন্দেহ ছিল এবং বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার পরেও অস্তিত্ব টিকে থাকতো কি না তাতেও সন্দেহ আছে। বঙ্গবন্ধু তাঁর জীবন উৎসর্গ করেছিলেনে এদেশের দুঃখী মানুষের জন্য। তিনি প্রথমেই রাষ্ট্রের কল্যাণের জন্য প্রেসিডেন্সিয়াল ফর্ম ও গভর্নমেন্ট থেকে প্রধানমন্ত্রীনির্ভর রাষ্ট্রব্যবস্থা চালু করেন। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ-তিতিক্ষার আলোকে সাড়ে তিন বছরের শাসনকালে বিভিন্ন ফ্রন্টে মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন