মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭

খেজুরের রসে বাদুড়ের প্রস্রাব! (ভিডিও)

http://www.dhakatimes24.com/2016/12/30/14211/%E0%A6%96%E0%A7%87%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%81%E0%A7%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AC-(%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93)
শীতের সকালে যদি শখ করে হলেও দুই একবার গ্লাস ভর্তি টাটকা তাজা কাঁচা খেজুরের রস চুমুক দিয়ে থাকেন তাহলে খুব বেশি সম্ভাবনা আছে আপনি খানিকটা হলেও বাদুড়ের প্রস্রাব খেয়েছেন। মানতে কষ্ট হচ্ছে? তবু মানতেই হবে। তার কারন খেজুর গাছের গা চেঁছে যে রস বের করা হয়, সারারাত সেটা ফোটায় ফোটায় জমা হয় মাটির হাড়িতে। নিশাচর বাদুড় এই রস খাওয়ার লোভে খেজুর গাছে ভিড় জমায়। তারপর লোভাতুর জিভ দিয়ে চেটে চেটে খায় খেজুরের রস। আর একবার খাওয়া শুরু করলে এমনই খাওয়া খায় যে পেটে রস ভরতে গিয়ে প্রস্রাব করে দেয় জায়গা খালি করতে। আর এই প্রস্রাব তো বাতাসে মিলিয়ে যাওয়ার নয়, ওটা গিয়ে পড়ে খেজুর রসের হাড়িতেই। তাই মানেন আর না মানেন, কাঁচা খেজুরের রস যদি সরাসরি খেয়ে থাকেন তাহলে খুব সম্ভবত আপনি বাদুড়ের প্র্রস্রাবও খেয়েছেন তার সাথে সাথে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন