গাইবান্ধার সুন্দরগঞ্জের আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ছয় দিন পার হলেও এখন পর্যন্ত খুনিদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এ পর্যন্ত যে ২৭ জনকে আটক করা হয়েছে, তাদের বিষয়েও কোনো তথ্য দিচ্ছে না বাহিনীটি।
গত শনিবার সুন্দরগঞ্জে নিজ বাড়ির বৈঠকখানায় লিটনকে গুলি করে হত্যা করা হয়। দুটি মোটরসাইকেলে করে আসা পাঁচজন এই হত্যায় অংশ নেয়- আপাতত এই তথ্যটুকুই জানা গেছে। এই পাঁচজন কারা, তাদের রাজনৈতিক পরিচয় কী, তাদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের কী বিরোধ ছিল- এসব বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্যই প্রকাশ পায়নি।
গত শনিবার সুন্দরগঞ্জে নিজ বাড়ির বৈঠকখানায় লিটনকে গুলি করে হত্যা করা হয়। দুটি মোটরসাইকেলে করে আসা পাঁচজন এই হত্যায় অংশ নেয়- আপাতত এই তথ্যটুকুই জানা গেছে। এই পাঁচজন কারা, তাদের রাজনৈতিক পরিচয় কী, তাদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের কী বিরোধ ছিল- এসব বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্যই প্রকাশ পায়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন