‘বাচ্চার চোখে খড়কুটা গেছে। কয়দিন খুব যন্ত্রণায় ছিল, চোখ থেকে জল পড়তেছিল। তাকাতেই পারতে ছিল না। এলাকার ডাক্তার দেখাইছিলাম। ডাক্তার আমারে এখানে আইতে কইছে।’ বলছিলেন মানিকগঞ্জের লতা রাণী। তার সঙ্গে দেখা হয় রাজধানী ঢাকার আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন