‘প্রাইভেট পড়লে মেলা টেহার দরহার। গরিব মানুষ এত টেহা কইত্তে আনুম। দুই আপা হুনলাম পোলাপানরে বিনামূল্যে পড়ায়, তাই আমিও পড়তে আসি।’ এভাবেই বলছিল শিক্ষার্থী আরমান। তার মতো আরো অনেকের ভরসা ওই দুই আপু- মৌসুমী ও শাকিলা।
গুরুদয়াল সরকারি কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মৌসুমী ও শাকিলা পড়ালেখা করছেন হারুয়ায় অবস্থান করে। নিজেরা পড়ার পাশাপাশি চিন্তা করেন যারা অর্থাভাবে পড়তে পারে না তাদের জন্য কিছু করার। মাত্র একজন ছাত্র নিয়ে শুরু করেছিলেন, এখন সংখ্যাটা প্রায় অর্ধশত।
গুরুদয়াল সরকারি কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মৌসুমী ও শাকিলা পড়ালেখা করছেন হারুয়ায় অবস্থান করে। নিজেরা পড়ার পাশাপাশি চিন্তা করেন যারা অর্থাভাবে পড়তে পারে না তাদের জন্য কিছু করার। মাত্র একজন ছাত্র নিয়ে শুরু করেছিলেন, এখন সংখ্যাটা প্রায় অর্ধশত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন