চিকিৎসকদের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) পড়ার উপযোগী করে লেখার জন্য আগামী ৩০ দিনের মধ্যে সার্কুলার জারির জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পড়ার উপযোগী অক্ষর অথবা বড় হাতের অক্ষর অথবা ছাপা অক্ষর- এই তিনটির যে কোনো একটি পদ্ধতিতে প্রেসক্রিপশন লিখতে কেন সরকারকে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং ওষুধের ব্র্যান্ড নাম না লিখে জেনারিক নাম কেন কেন লেখা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন