তুরস্কের ইস্তাম্বুল শহরে ইংরেজি নববর্ষ বরণের অনুষ্ঠান চলাকালে নৈশক্লাবে হামলার প্রধান সন্দেহভাজন আব্দুলকাদির মাশারিপভো গ্রেপ্তার হয়েছেন। রেইনা ক্লাব নামের ওই নৈশক্লাবে হামলায় ৩৯ জন নিহত হয়েছিলেন।
তুরস্কের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, ইস্তাম্বুলের নৈশক্লাবে হামলাকারী হিসেবে প্রধান সন্দেহভাজন ৩৪ বছর বয়সি আবদুলকাদির মাশারিপভ একজন উজবেক নাগরিক। ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে নৈশক্লাবে ওই হামলায় ৩৯জন নিহত ও ৭০ জন আহত হয়েছিলেন। একটি ট্যাক্সিতে ক্লাবে এসে নির্বিচারে গুলি চালায় ওই সন্ত্রাসী।
তুরস্কের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, ইস্তাম্বুলের নৈশক্লাবে হামলাকারী হিসেবে প্রধান সন্দেহভাজন ৩৪ বছর বয়সি আবদুলকাদির মাশারিপভ একজন উজবেক নাগরিক। ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে নৈশক্লাবে ওই হামলায় ৩৯জন নিহত ও ৭০ জন আহত হয়েছিলেন। একটি ট্যাক্সিতে ক্লাবে এসে নির্বিচারে গুলি চালায় ওই সন্ত্রাসী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন