তখন বিএনপি সরকার ক্ষমতায়। অনার্স ফাইনাল ইয়ারের অমনযোগী ছাত্র আমি। ইউএনবিতে লেটনাইট করে হলে ফিরে ফ্রেশ হয়ে ‘শয্যামিত্রের’ পাশে সোজা হয়ে শুয়েছি কেবল। ঘুম একটু একটু করে গভীর হচ্ছে। কিন্তু কিছু শব্দ আমায় ঘুমোতে দিল না। ফিসফিস, খসখস- বারান্দায় হাঁটার শব্দ। চোখ মেলে দেখলাম রুমের এক বড় ভাই (বাংলা বিভাগের ছাত্র) সাবধানে দরজা খোলে বাইরে যাচ্ছেন। আমি উঠে বসলাম। বললাম, ‘ভাই, কই যান?’ ভাই আমার বাইরে গেলেন। আমি তাকে অনুসরণ করলাম। বারান্দায় গিয়ে দেখি, বড় ভাইয়েরা প্রায় সবাই সজাগ। সবার ভেতরে একটা উত্তেজনা। ‘জাহাঙ্গীর’ নামের এক ভাইকে ঘিরে আছে সবাই। উনি সবার মনোযোগের কেন্দ্র। রাত পোহালেই বিশেষ বিসিএস পরীক্ষা। বিশেষ মানে বিশেষ। প্রিলি, রিটেনের ঝামেলা কম। একটা পরীক্ষা দাও। পাস করলে সোজা ভাইভা। এমন সুযোগ কি হাতছাড়া করা যায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন