১৯৭১ সালের ৭ মার্চে বঙ্গবন্ধুর উচ্চারিত শব্দগুচ্ছ শুধু ভাষণ মাত্র নয়- বাঙালির সংগুপ্ত আশা-আকাক্সক্ষার স্বপ্নময় ব্যাকরণ ও কাব্যিক স্ফুরণে সমৃদ্ধ শাশ্বত কবিতাও।
বাংলার জমিনে হাজার বছর ধরে দিগ্বিদিক হেঁটে চলা বাঙালিদের শেষ পদচিহ্নটি ‘মুরজ মুরলী বীণা’র ঐকতান-ঝংকারে প্রথমবারের মতো মিশেছিল রেসকোর্সের বিশাল মানবিক উদ্যানে।
বাংলার জমিনে হাজার বছর ধরে দিগ্বিদিক হেঁটে চলা বাঙালিদের শেষ পদচিহ্নটি ‘মুরজ মুরলী বীণা’র ঐকতান-ঝংকারে প্রথমবারের মতো মিশেছিল রেসকোর্সের বিশাল মানবিক উদ্যানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন