আশানুরূপ না হলেও দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিতে নারী নেতৃত্ব বাড়ছে। গত বছর বিএনপি যে কমিটি ঘোষণা করে তাতে দেখা যায়, দলের স্থায়ী কমিটি, উপদেষ্টা পরিষদ ও জাতীয় নির্বাহী কমিটি মিলে নারীর সংখ্যা হয়েছে ৬৪, যেখানে আগের কমিটিতে ছিলেন ৪৬ জন। সে হিসাবে আগের বারের চেয়ে বিএনপির এবারের কমিটিতে নারী নেতৃত্ব বেড়েছে, শতাংশের হিসেবে তা খুব সামান্য হলেও। কিন্তু রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত ওই সংখ্যা পূরণ করে না। নিবন্ধনের যে শর্ত রয়েছে, তাতে বলা হয়েছে ২০২০ সালের মধ্যে প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলের সব স্তরের কমিটিতে ন্যূনতম ৩৩ শতাংশ নারী নেতৃত্ব রাখতে হবে। কিন্তু এখন পর্যন্ত বিএনপি কেন, দেশের কোনো দলই এই সংখ্যার কাছাকাছি পৌঁছাতে পারেনি। দেখা গেছে, প্রধান প্রধান রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগের কমিটিতে নারী প্রতিনিধিত্ব সবচেয়ে বেশি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন