রবিবার, ১২ মার্চ, ২০১৭

বিজিএমইএ ভবন : কেউ আইনের ঊর্ধ্বে নয়

http://www.dhakatimes24.com/2017/03/13/23913/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%87%E0%A6%8F-%E0%A6%AD%E0%A6%AC%E0%A6%A8--%E0%A6%95%E0%A7%87%E0%A6%89-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%8A%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%9F
ঢাকা শহরের হোটেল প্যান প্যাসেফিক সোনারগাঁওর পশ্চিম পার্শ্বে কাজী নজরুল ইসলাম এভিনিউ। লোকে এটাকে ভিআইপি রোড নামেই বেশি চেনে। এরও পশ্চিমে উঁচু উঁচু যে কয়টি ভবন রয়েছে তার একটিতে আমার অফিস। আমি বসি একেবার শীর্ষে, সতের তলায়। আমাদের ভবন থেকে পুব দিকে তাকালে প্রথমেই চোখে পড়ার কথা পাঁচ তারকা এই হোটেলটি। কিন্তু তা হয় না। প্রথমেই চোখ যায় হোটেলটিকে অতিক্রম করে তারও পুব পার্শ্বে জলাশয়ের মধ্যে বেখাপ্পাভাবে দাঁড়িয়ে থাকা ১৬তলা ভবনটির দিকে। এই যে নজর কেড়ে নেওয়া, এটা ভবনটির সৌন্দর্যের কারণে নয়, বরং জলাশয়ের মাঝখানে একটা বহুতল ভবন কিভাবে তৈরি হলো, সেটিই বিস্ময়ের কারণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন