মাস তিন আগেও মালিবাগ-মৌচাক হয়ে অফিসে আসতাম। যানজটের কারণে ওই পথে আর যাই না। ইস্কাটন গার্ডেন আসি হাতিরঝিল হয়ে। রামপুরা হয়ে আসার দিনগুলোতে সারা পথ যেমন-তেমন মালিবাগের নির্মাণাধীন উড়ালসেতুর নিচে গিয়ে বাস থামতেই রাজ্যের আতঙ্ক ভর করত মাথায়। মনে হতো এই বুঝি একটা গার্ডার ‘দ্রিম’ করে পড়ল বাসের ছাদে। গেলাম বুঝি চিড়েচেপ্টা হয়ে। সারাটা পথ সৃষ্টিকর্তাকে স্মরণ করতে করতে আসতে হতো। কারণ ছিল বটে। বেশ ঝুঁকিপূর্ণ কাজ। দেখেই বোঝা যেত। খুব বেশি সতর্কতা চোখে পড়েনি কখনো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন