কাউকে হত্যা করলে আপনার শাস্তি হবে। এটাই আইন, এটাই নিয়ম। হত্যা যেহেতু সবচেয়ে বড় অপরাধ, তাই তার শাস্তিও বড় হওয়া স্বাভাবিক। কিন্তু হত্যাকারী কি সবসময়ই চূড়ান্ত শাস্তি পায়? না, পায় না। বড় উকিল ধরলে অনেক সময় নানা কথার মারপ্যাঁচে আইনের ফাঁক দিয়ে সে তার মক্কেলকে ঠিকই বের করে নিয়ে আসে। আবার সাক্ষ্য প্রমাণ ঠিকঠাক মতো উপস্থাপন করতে না পারলেও কখনো কখনো সাজা যথাযথ হয় না। আবার সাক্ষী, প্রমাণ সবকিছু পেলেই কি হত্যার জন্য দায়ী ব্যক্তির সর্বোচ্চ সাজা মেলে? সকল হত্যাই কি এক রকম? সকল হত্যাকাণ্ডের জন্য কি একই শাস্তি নির্ধারিত? তা যে নয়, সেটা দেশের সাধারণ মানুষ সম্প্রতি একেবারে হাড়ে হাড়ে টের পেয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন