প্রতিবছরের মতো এ বছরও সারা দেশের পেঁয়াজবীজের চাহিদা মেটাতে প্রস্তুত হচ্ছেন ফরিদপুরের কৃষকরা। তাদের আশা এবারও পেঁয়াজের বীজের বাম্পার ফলন হবে। ফরিদপুরের নয় উপজেলার ৫টিতেই এখন মাঠজুড়ে পেঁয়াজ ফুলের মনোমুগ্ধকর দৃশ্য।
পেঁয়াজের বীজের জন্য খ্যাতি রয়েছে ফরিদপুরের। তাহিরপুরী বীজ থেকে লাগানো পেঁয়াজ মাঠ থেকে বীজ হয়ে কৃষকের ঘরে উঠবে আর কয়েক সপ্তাহ পরই। কৃষকের আশা, এ বছর ২০০ মেট্রিক টনের বেশি পেঁয়াজের বীজ উৎপাদন হবে। দেশের পেঁয়াজবীজের মোট চাহিদার শতকরা ৭৫ ভাগ সরবরাহ হয় ফরিদপুর থেকে।
পেঁয়াজের বীজের জন্য খ্যাতি রয়েছে ফরিদপুরের। তাহিরপুরী বীজ থেকে লাগানো পেঁয়াজ মাঠ থেকে বীজ হয়ে কৃষকের ঘরে উঠবে আর কয়েক সপ্তাহ পরই। কৃষকের আশা, এ বছর ২০০ মেট্রিক টনের বেশি পেঁয়াজের বীজ উৎপাদন হবে। দেশের পেঁয়াজবীজের মোট চাহিদার শতকরা ৭৫ ভাগ সরবরাহ হয় ফরিদপুর থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন