১৯৭৫ সালে জাতিসংঘের উদ্যোগে আয়োজিত মেক্সিকোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী সম্মেলনে প্রথম আলোচিত হয় বিশ্ব নারী দিবস পালনের কথা। পরে ১৯৭৭ সালে এক সভায় ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। ১৯৭৮ সাল থেকে সারা বিশ্ব দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে আসছে। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের চিন্তা থেকেই মূলত নারী দিবসের কথা উঠে আসে বলে জানা যায়l তবে নারী অধিকার কায়েমের লক্ষে সেই ১৯১০ থেকেই বামপন্থী চিন্তাধারার নারীরা সংগ্রাম করে আসছেl এ ধরণের দাবি নিয়ে নারীরা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের স্বীকৃতি পাওয়া পর্যন্ত বিভিন্ন সময় সংগ্রাম করেছেl
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন