‘পাখিদের ভয় দেখাবেন না, ওরাও বাঁচতে চায়’, ‘প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাখি, সৌন্দর্যের প্রতীক পাখি’- পাখি সংরক্ষণের এমন নানা সাইনবোর্ডের দেখা মিলবে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাসানপুর গ্রামে।
গ্রামে ঢুকলেই কানে ভেসে আসবে নানা প্রজাতির পাখির মধুর কলকাকলি। গ্রামের মানুষ পাখি মারেন না, কাউকে মারতেও দেন না। আর তাইতো পাখিগুলো অভয়াশ্রম হিসেবে বেছে নিয়েছে এই গ্রামকে।
গ্রামে ঢুকলেই কানে ভেসে আসবে নানা প্রজাতির পাখির মধুর কলকাকলি। গ্রামের মানুষ পাখি মারেন না, কাউকে মারতেও দেন না। আর তাইতো পাখিগুলো অভয়াশ্রম হিসেবে বেছে নিয়েছে এই গ্রামকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন