খুবই বিরক্ত ঢাকাই ছবির জনপ্রিয় ও আলোচিত নায়িকা অপু বিশ্বাস। তার বিরক্তির কারণ সিনেমা। সব অভিনেতা-অভিনেত্রীই চায় তার অভিনীত সিনেমা দর্শক হলে গিয়ে উপভোগ করুক। কিন্তু মুক্তির সঙ্গে সঙ্গে সেই সিনেমাই যদি পাওয়া যায় ইউটিউবে তবে তো সেটা বিরক্তিরই কারণ।
অপু বিশ্বাসও ঠিক একই ঘটনার শিকার। রোজার ঈদে সারাদেশের ৪০টি সিনেমা হলে মুক্তি পায় তার অভিনীত ছবি ‘রাজনীতি’। মুক্তির পর থেকে বলতে গেলে সবকটি সিনেমা হল দাঁপিয়ে বেড়িয়েছে ছবিটি। তাই নতুন করে ঢাকার বেশকিছু হলে আবারও দেখানো হচ্ছে ছবিটি।