শনিবার, ৮ জুলাই, ২০১৭

উচিত অনুচিত

http://www.dhakatimes24.com/2017/07/09/39653/%E0%A6%89%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4
আবার বনানী, আবার জন্মদিনের দাওয়াত, আবার ধর্ষণ। মামলা হয়েছে, আসামী গ্রেপ্তার হয়েছে, তদন্ত চলছে। দ্রুততম সময়ে থানায় মামলা নেয়া, আসামী আটক করা, সবই ভাল খবর। কিন্তু যে বিষয় উদ্বেগ বাড়ায় তাহলো এ নিয়ে মানুষের প্রতিক্রিয়া।

রাস্তা, রাত, ঘটনা, উন্মত্ততা, নিরাপত্তা, নারী ও নিগ্রহ৷ এই শব্দগুলি আজকাল প্রায়ই ঘুরে ফিরে আসে সংবাদের শিরোনামে৷ স্থান পাল্টায়৷ কালও অতিবাহিত হয়৷ মানুষও পাল্টে যায়৷ কিন্তু শব্দগুলি একই থেকে যায়৷ রাজধানী ঢাকা শুধু নয়, পুরো দেশটিই কি তবে বিপজ্জনক হয়ে উঠেছে নারীদের জন্য? এ শহর থেকে কি তবে বিশ্বাস উঠে গেছে? বন্ধুকে বিশ্বাস করা যাবেনা, সহকর্মীকে যাবেনা, স্বজনদের যাবেনা। এ যেন এক বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় নয়, এই বিপর্যয় বিকৃত মানুষের সৃষ্টি৷ শিকার হচ্ছে নারী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন