মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭

রাষ্ট্রের স্তম্ভ এবং আমলাতন্ত্রের প্যাঁচ

http://www.dhakatimes24.com/2017/07/11/39960/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AD-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%82-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A
সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করতে। পরে তা অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। তা ৩ জুলাই খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তিনটি স্তম্ভ আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ। এগুলোর ভারসাম্যের মাধ্যমেই নিশ্চিত হয় সুশাসন। দূরত্ব তৈরি হলে নেতিবাচক প্রভাব পড়ে সব ক্ষেত্রেই। এ দেশে কিছুটা দেখাও যাচ্ছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের সামনে ভাস্কর্য স্থাপন এবং তা সরিয়ে নেওয়ার উপরিতলে হেফাজতের দাবির বিষয়টি এলেও নেপথ্যে সুপ্রিম কোর্টের সঙ্গে নির্বাহী বিভাগের শীতল সম্পর্কের দিকেও ইঙ্গিত দিচ্ছেন সংশ্লিষ্টরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন