বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার ১১ বছরের মেয়ে মুক্তামনির রোগটি শনাক্ত করা হয়েছে। রোগটির নাম ‘লিমফেটিক মেলফরমেশন’। জন্মের পরপরই রোগটির প্রকাশ ঘটে। তবে মুক্তামনিরটা প্রকাশ পেয়েছে তার জন্মের দেড় বছর পর। এটি একটি জন্মগত রোগ (কনজিনেটাল ডিজিস)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন জানিয়েছেন এ তথ্য।
সম্প্রতি সাতক্ষীরার দরিদ্র পরিবারের মেয়েটির বিরল এই রোগের কথা ঢাকাটাইমসসহ গণমাধ্যমে ওঠে আসে। এতে অনেকেই তার খোঁজখবর নিতে থাকে। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসে। চিকিৎসার দায়িত্ব নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে তাকে সাতক্ষীরা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন জানিয়েছেন এ তথ্য।
সম্প্রতি সাতক্ষীরার দরিদ্র পরিবারের মেয়েটির বিরল এই রোগের কথা ঢাকাটাইমসসহ গণমাধ্যমে ওঠে আসে। এতে অনেকেই তার খোঁজখবর নিতে থাকে। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসে। চিকিৎসার দায়িত্ব নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে তাকে সাতক্ষীরা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন