আমাদের গ্রামদেশে একটি প্রবাদ বাক্য আছে, সেটি হলোÑ ‘সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি।’ শেষ পর্যন্ত চাপের মুখে অর্থমন্ত্রী ভ্যাট আইন প্রত্যাহার করে নিলেন। আবগারি শুল্কও কমালেন। তবে সেটা অনেক আলোচনা-সমালোচনার পর। আবগারি শুল্কের কথা না হয় বাদই দিলাম। এর সমালোচনা শুরু হয়েছে বাজেট ঘোষণার পর। কিন্তু এখানেও বিচক্ষণতার অভাব ছিল। আমাদের বর্তমান অর্থমন্ত্রী আমলা থেকে এরশাদের উপদেষ্টা হয়েছেন। উপদেষ্টা হয়ে দুটি বাজেটও দিয়েছেন। তারপর পরিবেশবাদী ও বুদ্ধিজীবীর ভূমিকায় অনেক সময় ব্যয় করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন