জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ইতিহাসের সবচেয়ে ভালো টিম পেয়ে গেল? এর উত্তর ভালো দিতে পারবেন মুরুব্বীরা। কিন্তু আমার পাঁচ-বছর বয়সী জাবি জীবন বলছে, অন্যতম সেরা তো অবশ্যই। গত তিন বছর শান্তিতে পার করার পর, আকস্মিক তৈরি হওয়া চলমান একটা সংকট ক্যাম্পাসে কিছুটা অস্বস্তির পরিবেশ সৃষ্টি করলেও, নতুন করে নিয়োগ হওয়ায় জাহাঙ্গীরনগরে এখন উপাচার্যের নেতৃত্বে প্রশাসনিক চূড়ায় আছেন দুইজন উপ-উপাচার্য এবং একজন ট্রেজারার। চারজন সম্মিলিতভাবে পূর্ণ প্রশাসনিক কাঠামোয় অধিকতর স্থিতিশীল ও অগ্রসরমান ক্যাম্পাসের স্বপ্ন দেখাতে শুরু করেছেন। যারা জাহাঙ্গীরনগরে সদ্য শিক্ষক হিসেবে বা শিক্ষার্থী হিসেবে আগমন করেছেন, তারা হয়ত এই নতুন পরিস্থিতির তাৎপর্য পুরনোদের মতো করে চট করে বুঝে উঠতে পারবেন না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন