সুখী ও দীর্ঘ দাম্পত্য জীবনের উদাহরণ দিন দিন কমে আসছে। আর পাশাপাশি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিবাহবিচ্ছেদের সংখ্যা বেড়েই চলেছে। তুচ্ছ নানা কারণে মানুষ হাঁটছে বিচ্ছেদের পথে। যেন বিচ্ছেদই সম্পর্কের টানাপোড়েন থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ সমাধান। কিন্তু একটু সহনশীল হলেই বিচ্ছেদ ছাড়াও অন্য পথে সম্পর্কের এ টানাপোড়েন থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রতিটি সম্পর্কের মতো স্বামী-স্ত্রীর সম্পর্কেও কঠিন সময় আসে। এই কঠিন পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর হলেও অসাধ্য নয়। যে মানুষটির সঙ্গে চিরকাল একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করে আপনি বিয়ের সম্পর্কে জড়ালেন, দুঃসময়ে তাঁকে ছেড়ে যাওয়াটা কতটা যুক্তিসংগত—তা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করুন। তুচ্ছ কারণে আজীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা না ভেঙে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান সুখী দাম্পত্য জীবন অর্জনের। এই কাজে সফল হলে হারানোর বেদনা বয়ে বেড়ানোর চেয়ে প্রাপ্তির আনন্দই বেশি উপভোগ করবেন আপনি। দীর্ঘ দাম্পত্যের জন্য কিছু পরামর্শ।- See more
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন