ন্যু
কুশে,
বিখ্যাত চিত্রশিল্পী মোদিগ্লিয়ানির এই
ছবিটিই
নিলাম
হয়েছে
১৭
কোটি
ডলারে।
পরিবারের সবচেয়ে ছোট, কিছুটা অস্বাভাবিক গোছের এবং রুগ্ন আমেদিও মোদিগ্লিয়ানি। বিশ শতকের প্রথমার্ধের সাড়া জাগানো ইতালীয় চিত্রশিল্পী ও ভাস্কর তিনি। যক্ষ্মায় আক্রান্ত হয়ে মাত্র ৩৫ বছরেই চিরবিদায় নেন তিনি।
তাঁর শিল্পকর্ম অবশ্য রয়ে গিয়েছে বহাল তবিয়তে। ১৯১৭-১৮ নাগাদ মোদিগ্লিয়ানির আঁকা একটি ‘ন্যুড’ (নগ্ন-শায়িতা) গত সোমবার রাতে নিউ ইয়র্কের ক্রিস্টি মিউজিয়ামের নিলামে ১৭ কোটি ডলারে বিক্রি হয়েছে। এখনও পর্যন্ত তাঁর আঁকা সবচেয়ে দামি ছবি এটি। নিলামে বিক্রি হওয়া বিশ্বের দ্বিতীয় দামি ছবির শিরোপাও পেল ‘ন্যু কুশে’।- See more
পরিবারের সবচেয়ে ছোট, কিছুটা অস্বাভাবিক গোছের এবং রুগ্ন আমেদিও মোদিগ্লিয়ানি। বিশ শতকের প্রথমার্ধের সাড়া জাগানো ইতালীয় চিত্রশিল্পী ও ভাস্কর তিনি। যক্ষ্মায় আক্রান্ত হয়ে মাত্র ৩৫ বছরেই চিরবিদায় নেন তিনি।
তাঁর শিল্পকর্ম অবশ্য রয়ে গিয়েছে বহাল তবিয়তে। ১৯১৭-১৮ নাগাদ মোদিগ্লিয়ানির আঁকা একটি ‘ন্যুড’ (নগ্ন-শায়িতা) গত সোমবার রাতে নিউ ইয়র্কের ক্রিস্টি মিউজিয়ামের নিলামে ১৭ কোটি ডলারে বিক্রি হয়েছে। এখনও পর্যন্ত তাঁর আঁকা সবচেয়ে দামি ছবি এটি। নিলামে বিক্রি হওয়া বিশ্বের দ্বিতীয় দামি ছবির শিরোপাও পেল ‘ন্যু কুশে’।- See more
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন