ভারতে
চলমান
অসহিষ্ণুতা ও
অস্থিরতা নিয়ে
মন্তব্য করে
বেশ
তোপের
মুখেই
পড়েছেন
শাহরুখ
খান।
একের
পর
এক
বিজেপি
ও
শিবসেনা নেতাদের রোষানলে পড়েছেন
কিং
খান।
বুধবার
বিজেপির সাংসদ
ইয়োগি
আদিত্যনাথ শাহরুখ
খানকে
ভারতের
শীর্ষ
সন্ত্রাসী হাফিয
সাঈদের
সঙ্গে
তুলনা
করেছেন।
মঙ্গলবার শাহরুখ খানকে নিয়ে টুইটে সমালোচনা করেছিলেন আরেক বিজেপি নেতা কৈলাস বিজয়ভারগিয়ার। তিনি অবশ্য পরে তার বক্তব্য ফিরিয়ে নিয়েছিলেন।
ইয়োগি আদিত্যনাথ বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে, যারা এ দেশকে অস্থিতিশীল বানাতে চায় তাদের দলে শাহরুখ খান যোগ দিয়েছেন। তার বক্তব্য দেশদ্রোহিতার সামিল। ভারতের রাষ্ট্রীয় সম্মান ক্ষুণ্ন করার এটি একটি ষড়যন্ত্র। - See more
মঙ্গলবার শাহরুখ খানকে নিয়ে টুইটে সমালোচনা করেছিলেন আরেক বিজেপি নেতা কৈলাস বিজয়ভারগিয়ার। তিনি অবশ্য পরে তার বক্তব্য ফিরিয়ে নিয়েছিলেন।
ইয়োগি আদিত্যনাথ বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে, যারা এ দেশকে অস্থিতিশীল বানাতে চায় তাদের দলে শাহরুখ খান যোগ দিয়েছেন। তার বক্তব্য দেশদ্রোহিতার সামিল। ভারতের রাষ্ট্রীয় সম্মান ক্ষুণ্ন করার এটি একটি ষড়যন্ত্র। - See more
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন