রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধিরা ভিত্তিহীন, কাল্পনিক ও মনগড়া বক্তব্য
দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।
আজ বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভারত, যুক্তরাষ্ট্রসহ উন্নত অনেক দেশ ৫০ থেকে ৯৮ শতাংশ বিদ্যু উৎপাদন করে কয়লায়। আর এখানে হচ্ছে এক শতাংশের কিছু বেশি।
প্রধানমন্ত্রী বলেন, ‘স্বল্পমেয়াদী প্রকল্পের আওতায় আমরা কুইক রেন্টাল করি। সেই সময় কুইক রেন্টালের অনেক সমালোচনা হয়েছে। আমার প্রশ্ন- কুইকরেন্টাল যদি না করতাম তাহলে বিদ্যুৎ সমস্যার সমাধান হতো কি না। আমি জানি কুইক রেন্টাল স্থায়ী সমাধান ছিল না। দীর্ঘমেয়াদী বিদ্যুৎকেন্দ্র করতে হবে। এই জন্যই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এখন অবশ্য করণীয়। আমরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও করছি। যা থেকে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে - বিস্তারিত পড়তে ছবিতে ক্লিক করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন