ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে বাড়ি ফিরতে চাওয়া মানুষদের কাছে আজ বিক্রি করা
হচ্ছে ১০ সেপ্টেম্বরের টিকিট। অন্যদিনগুলোর মতো বৃহস্পতিবারও সকাল আটটা
থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট পেতে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে
অপেক্ষা করলেও অনেককেই ফিরতে হবে খালি হাতে। কারণ আজ ২৩ হাজার টিকিট দেয়ার
কথা থাকলেও লাইনে দাঁড়িয়েছেন তার চেয়েও অনেক টিকিট প্রত্যাশী। এ কারণে
অনেককেই টিকিট ছাড়াই ফিরতে হবে।
কমলাপুরে স্টেশনে গিয়ে দেখা গেছে, কাঙ্খিত টিকিট পেতে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। এদের অনেকে গতকাল বিকাল থেকে আবার অনেকে মধ্যরাত থেকে অপেক্ষা করছেন টিকিটের জন্য। পুরুষের পাশাপাশি লাইনে দাঁড়ানো নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তারাও গতকাল বিকাল থেকে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন - বিস্তারিত পড়তে ছবিতে ক্লিক করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন