বেতন বাড়ানোসহ নানা দাবিতে চলা নৌ ধর্মঘটে চার দিন ধরে অচল নৌ পথ।
যাত্রীবাহী লঞ্চের পাশাপাশি বন্ধ হয়ে গেছে পণ্য পরিবহণ। এতে করে যাত্রী
ভোগান্তির পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
দেশে পণ্য পরিবহণে এখনও নৌ পথের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর থেকে রাজধানী ঢাকায় আনা পণ্যের একটি বড় অংশই আসে নৌ পথে। জ্বালানি তেল পরিবহনেরও এই পথের ওপরই বেশি নির্ভরশীল ব্যবসায়ীরা। কিন্তু শ্রমিক ধর্মঘটের কারণে পণ্য নিতে না পারায় বন্দরে জমে যাচ্ছে কনটেইনারের স্তুপ - বিস্তারিত পড়তে ছবিতে ক্লিক করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন