আবদুস সালাম মুর্শেদী
একসময়ের ফুটবল আইকন এখন বিজনেস আইকন। দেশের ফুটবল আর রপ্তানিখাত এগিয়ে
নিতে এখনো অবদান রেখে চলেছেন। যেখানে হাত দিয়েছেন, সেখানেই সোনা ফলিয়েছেন।
সফল মানুষ আবদুস সালাম মুর্শেদী- তার জীবন, দর্শন, ফুটবল, ব্যবসা, দেশ
সবকিছু নিয়ে বিশদ বলেছেন ঢাকাটাইমসকে। আজ দীর্ঘ আলাপচারিতার প্রথম পর্ব
ছাপা হলো। সাক্ষাৎকার নিয়েছেন দেলোয়ার হোসেন।আপনি ছিলেন দেশের ‘গ্রেট’ ফুটবলার। নতুন প্রজন্মের জন্য আপনার ক্যারিয়ার শুরুর গল্পটা বলবেন?
আমাদের পরিবারটাই হলো স্পোর্টস ফ্যামিলি। বাবা নিজেও খেলাধুলা করতেন। ভালো ফুটবল খেলতেন। আমরা চার ভাই দুই বোন। সবাই স্পোর্টসের সঙ্গে জড়িত। বড় ভাই ভালো ভলিবল খেলতেন। মেঝো ভাইও খেলতেন তবে অত ভালো ছিল না। আমার ইমিডিয়েট বড় ভাই একাধিকবার বডি বিল্ডিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আমি নিজেও ফুটবল খেলেছি, জাতীয় পুরস্কার পেয়েছি। আমার ভাইও জাতীয় পুরস্কার পেয়েছে - বিস্তারিত পড়তে ছবিতে ক্লিক করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন