নারায়ণগঞ্জসহ সম্প্রতি পুলিশি অভিযানে ‘জঙ্গি’ নিহতের ঘটনাকে ‘সাজানো
নাটক’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জঙ্গি ধরে ধরে
হত্যা করে প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার রাতে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদার গুলশান কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সম্প্রতি রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় হানা দিতে গেলে পুলিশের সঙ্গে ‘জঙ্গিদের’ সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে ৯ ‘জঙ্গি’ নিহত হন। এ ঘটনার পর হান্নান শাহসহ বিএনপির বিভিন্ন নেতা অভিযোগ করেন, যাদের হত্যা করা হয়েছে তারা জঙ্গি নয়। এটা সরকারের সাজানো নাটক - বিস্তারিত পড়তে ছবিতে ক্লিক করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন