ব্রাজিলে নিযুক্ত গ্রিক রাষ্ট্রদূত কাইরিয়াকোস আমিরিদিসকে হত্যা করেন রিও পুলিশের এক কর্মকর্তা। রাষ্ট্রদূতের স্ত্রী ফ্রাঁসোইসে সুজা ওলিভেইরার সঙ্গে পুলিশ কর্মকর্তা সার্গিও গোমেজ মোরেইরার সম্পর্কের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানান রিও’র পুলিশের হত্যাকাণ্ড বিষয়ক বিভাগের প্রধান ইভারিস্তো পোন্তেস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন