প্রেমে মজেছেন ক্লোজআপ ওয়ান তারকা গায়ক রানা। যে সে নন, তিনি এক্কেবারে মডেল নায়লা নাঈমের সঙ্গে প্রেম করছেন। হালের আলোচিত এই মডেলেরও এতে আপত্তি নেই। তাই তো দুজনকে একই সঙ্গে ধুম-ধারাক্কা একটি গানে নাচতে দেখা গেল। ঘটনাটা সত্য। তবে প্রেমটা সত্য নয়। আসলে একটি মিউজিক ভিডিওর জন্যে দুজনের এই রসায়ন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন