দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী। প্রধানমন্ত্রী চীনে রাষ্ট্রীয় সফরে যাবার উদ্দেশে বিমানে উঠলেন। তাঁকে বহনকারী বিমান বাংলাদেশের আকাশসীমা ছাড়াতেই দেশের একটি বাদে সবগুলো জেলায় একযোগে বোমা ফাটলো। সঙ্গে জঙ্গিবাদী জেএমবির লিফলেট। বোমাগুলো শক্তিশালী ছিল না। কোথাও কেউ হতাহত হয়নি। কিন্তু এ ঘটনা সারা দুনিয়াকে জানিয়ে দিল বাংলাদেশে গোপনে বেড়ে উঠেছে জঙ্গিবাদ। এরপর আরো কয়েক জায়গায় আত্মঘাতী জঙ্গি হানায় হতাহতের ঘটনা ঘটলো। প্রধানমন্ত্রী জঙ্গিবাদ দমনে কঠিন প্রত্যয় ব্যক্ত করলেন। জাতির এ সংকটকালে আলোচনার আহ্বান জানিয়ে চিঠি লিখলেন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন