দেখতে দেখতে শেষের দিকে ২০১৬। আর মাত্র একদিন পরেই ২০১৭ সালকে স্বাগত জানাবে বিশ্ব। পরিবর্তনের ছোঁয়া লাগবে পঞ্জিকার পাতায়। উদিত হবে নতুন দিনের সূর্য। গেল বছরের পাওয়া না পাওয়ার গল্প ছেড়ে আগামী দিনের প্রত্যাশা নিয়ে পথ চলবে বিশ্ববাসী। তাতে করে অতীত ভুললেও চলবে না। নতুনকে গ্রহণ করার আগে চলুন দেখে আসি পুরাতনের উপাখ্যান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন