অ্যাপসভিত্তিক ট্যাক্সিক্যাব সেবা উবার সহজলভ্য করতে সড়ক পরিবহন সংস্থা বিআরটিএ’র প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেশ যখন ডিজিটাল হচ্ছে তখন অ্যাপসভিত্তিক এই পরিবহন সেবা জটিল করা উচিত হবে না বলে মনে করেন মন্ত্রী।
শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে একটি অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। সড়ক নিরাপত্তা বিধানে জরুরি সচেতনতামূলক এই অনুষ্ঠানের আয়োজন করে বিআরটিএ।
শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে একটি অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। সড়ক নিরাপত্তা বিধানে জরুরি সচেতনতামূলক এই অনুষ্ঠানের আয়োজন করে বিআরটিএ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন