যে শট যে ব্যাটসম্যান ভালো খেলেন, তাতেই বেশি আউট হন। ক্রিকেটের এই চিরায়ত প্রবাদকে সাকিব আরেকবার সত্য প্রমাণ করলেন। হরহামেশা যে স্কয়ারকাট ভালো খেলেন, তাতেই আজ ডাবল সেঞ্চুরি করার পর সাজঘরে ফেরেন।
ওয়েঙ্গারের বলে ২১৭ রানে যাত্রা শেষ হলেও সাকিব লিখে গেছেন ইতিহাস। বাংলাদেশিদের মধ্যে টেস্টে তিনি এখন ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক। আগে সর্বোচ্চ রান ছিল তামিম ইকবালের।
ওয়েঙ্গারের বলে ২১৭ রানে যাত্রা শেষ হলেও সাকিব লিখে গেছেন ইতিহাস। বাংলাদেশিদের মধ্যে টেস্টে তিনি এখন ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক। আগে সর্বোচ্চ রান ছিল তামিম ইকবালের।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন