নাম তার নজরুল ইসলাম। পেশায় একজন কাঠমিস্ত্রি। বয়স ষাট ছুঁইছুঁই। সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ। প্রথম দেখায় যে কেউ নজরুলকে দেখে অবাক হতে পারেন। কাঠের তৈরি জিনিসের প্রতি তার এক ধরনের প্রেম আছে। সেই প্রেমের বহিঃপ্রকাশ ঘটে তার পোশাক পরিচ্ছদেও। বৃদ্ধ প্রায় মানুষটির মাথার টুপি ও চোখের চশমা তৈরি করা কাঠ দিয়ে। এমনকি তার পায়ের পাদুকা জোড়াও কাঠের তৈরি। আর এইসব কাঠের তৈরি জিনিসগুলো তিনি নিজের হাতেই যত্ন করে তৈরি করেন। অসাধারণ প্রতিভার অধিকারী এই মানুষটি সারাজীবন রয়ে গেছেন নিভৃতে, লোক চক্ষুর আড়ালে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন