রাস্তার অদূরে জমির পাশে সারি সারি বাক্স। বিস্তীর্ণ মাঠজুড়ে হলুদ সরিষাখেত। ফুলে ফুলে উড়ছে অসংখ্য মৌমাছি। বাক্সগুলোর চারপাশেও মৌমাছির ওড়াউড়ি। আনাগোনা। সরিষাখেত আর বাক্সগুলোর মধ্যে ছোটাছুটি দিনভর। আর এর মধ্য দিয়ে আহরণ হচ্ছে টন টন মধু।
ঢাকার ধামরাইয়ে সরিষাখেত ঘিরে গড়ে উঠেছে এই মৌমাছির খামার। শত শত কেজি মধু আহরিত হচ্ছে সেখানে প্রতিদিন। কৃষি কর্মকর্তারা বলছেন, এখন যেভাবে আহরিত হচ্ছে তাতে মাসে ১৫-২০ টন মধু পাওয়া সম্ভব।
ঢাকার ধামরাইয়ে সরিষাখেত ঘিরে গড়ে উঠেছে এই মৌমাছির খামার। শত শত কেজি মধু আহরিত হচ্ছে সেখানে প্রতিদিন। কৃষি কর্মকর্তারা বলছেন, এখন যেভাবে আহরিত হচ্ছে তাতে মাসে ১৫-২০ টন মধু পাওয়া সম্ভব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন