আপনি হয়তো খান না, কিংবা কখনো হয়তো খাওয়ার কথা ভাবেনওনি। কিন্তু কেউ কেউ আছেন শখ করে হলেও মুরগির পা, পাখনা, গিলা-কলিজা দিয়ে এক প্লেট ঝালমুড়ি খাওয়ার জন্য রামপুরায় হাজির হন। কোনো কোনো সন্ধ্যায় লাইন পড়ে যায় আলমগীর ভাইয়ের দোকানে। তখন দুই হাতে পা-পাখনা দিয়ে বানানো ঝালমুড়ি বেচে কুলাতে পারেন না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন