ফুলে ফুলে ছেয়ে আছে শিমের লতা। সজনে ডাটায় ভরে আছে গাছ। চালের উপর পুঁই শাক। এর এক পাশে আবার চালকুমড়োর গড়াগড়ি। পাশেই লাউয়ের মাচা। তার পাশে ছোট্ট সবজির ক্ষেত। আবহমান গ্রাম বাংলার এমন চিত্রে অভ্যস্ত আমরা। কিন্তু রাজধানী ঢাকার কেন্দ্রবিন্দুতে যদি এমনটা চোখে পড়ে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন