নেতিবাচক চরিত্রে অল্প যে কজন অভিনেত্রী শক্ত অবস্থান গড়তে সক্ষম হয়েছেন শবনম পারভীন তাদের অন্যতম। মঞ্চ নাটক থেকে তিনি ছোট পর্দায় এবং পরবর্তীতে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। শুধু চলচ্চিত্রে অভিনয়েই তিনি ব্যস্ত থাকেননি, পাশাপাশি ‘শবনম প্রোডাকশন্স’ থেকে তিনি বেশ কয়েকটি ছবিও প্রযোজনা করেন। করেছেন নাটক পরিচালনাও। মানিকগঞ্জের মেয়ে শবনম পারভীন প্রথম অভিনয় শুরু করেন ১৯৮২ সালে আলাউদ্দিন আহমেদের প্রযোজনায় ‘দুটি গানের একটি সুর’ নাটকে। হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করে শবনম পারভীন প্রশংসিত হন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন