বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭

প্যারিসের ভালোবাসার দেয়াল

http://www.dhakatimes24.com/2017/03/01/22201/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B2
স্কুলের দেয়াল বা কলেজের বেঞ্চগুলোর কথা মনে আছে? কলমের আঁচড়ে, স্কেলের কাটাকুটিতে নানাভাবে, নানা ভঙ্গিমায় কতবারই না প্রথম প্রেম ও ভালোবাসার কথা ব্যক্ত করেছেন আপনি। শুধু কি আপনি! এই প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়েছে প্রায় সবাইকে।

কিন্তু কৈশোর, তারুণ্যের সেসব ব্যক্তিগত ভালোলাগা লাজুক প্রকাশের ভেতরেই সীমাবদ্ধ ছিল। কজনই বা আর জেনেছে আপনার সে কীর্তি? যাকে ভালোবাসা, হয়তো শেষ পর্যন্ত তারও জানা হয়নি সে খবর। কিন্তু এই প্রতিবেদনে ভালোবাসা প্রকাশের যে স্থানটির কথা বলা হয়েছে তার ঠিকানা শুধু এর স্রষ্টাই নয়, পৃথিবীর প্রতিটি মানুষ জানে। এই ভালোবাসা নিয়ে, ভালোবাসার জন্য ও ভালোবাসা দিয়ে গড়ে তোলা স্থানটির নাম ভালোবাসার দেয়াল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন