প্রবাসী তুর্কিদের মধ্যে তুরস্কে অনুষ্ঠেয় এক গণভোটের প্রচারণাকে কেন্দ্র করে তুরস্কের সঙ্গে ইউরোপের বেশ কয়েকটি দেশের সম্পর্কের চরম অবনতি হয়েছে। নতুন করে এই ইস্যুতে সুইডেনের সঙ্গে বিবাদে জড়িয়েছে তুরস্ক।
এর আগে তুরস্কের সঙ্গে জার্মানি, নেদারল্যান্ড, অস্ট্রিয়া ও সুইৎজারল্যান্ডের মধ্যে তিক্ততা তৈরি হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আগামী মাসে দেশটিতে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই গণভোটের পক্ষে প্রবাসী তুর্কিদের ভোট জোগাড়ে সরকার ইউরোপের দেশগুলোতে প্রচারণার উদ্যোগ নেয়। কিন্তু তাতে রাজী হচ্ছে না একের পর এক ইউরোপের দেশ। আর এ নিয়ে ওই দেশগুলোর সঙ্গে তীব্র বাদানুবাদ শুরু হয়েছে এরদোয়ান সরকারের। তুরস্কের সরকার চাইছে ইউরোপের দেশগুলোতে বসবাসরত তার্কিশরা যেনো এই ভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকেন। কিন্তু জার্মানি, অস্ট্রিয়া ও নেদারল্যান্ড নিরাপত্তা ইস্যুতে সমাবেশ অনুষ্ঠিত হতে দেয়নি। অপরদিকে ফ্রান্সে গণভোটের পক্ষে এক সমাবেশ হয়েছে বলে জানা যায়। কারণ ফ্রান্স নাকি এখানে নিরাপত্তার কোন সমস্যা দেখছে না।
এর আগে তুরস্কের সঙ্গে জার্মানি, নেদারল্যান্ড, অস্ট্রিয়া ও সুইৎজারল্যান্ডের মধ্যে তিক্ততা তৈরি হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আগামী মাসে দেশটিতে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই গণভোটের পক্ষে প্রবাসী তুর্কিদের ভোট জোগাড়ে সরকার ইউরোপের দেশগুলোতে প্রচারণার উদ্যোগ নেয়। কিন্তু তাতে রাজী হচ্ছে না একের পর এক ইউরোপের দেশ। আর এ নিয়ে ওই দেশগুলোর সঙ্গে তীব্র বাদানুবাদ শুরু হয়েছে এরদোয়ান সরকারের। তুরস্কের সরকার চাইছে ইউরোপের দেশগুলোতে বসবাসরত তার্কিশরা যেনো এই ভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকেন। কিন্তু জার্মানি, অস্ট্রিয়া ও নেদারল্যান্ড নিরাপত্তা ইস্যুতে সমাবেশ অনুষ্ঠিত হতে দেয়নি। অপরদিকে ফ্রান্সে গণভোটের পক্ষে এক সমাবেশ হয়েছে বলে জানা যায়। কারণ ফ্রান্স নাকি এখানে নিরাপত্তার কোন সমস্যা দেখছে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন