রবিবার, ১২ মার্চ, ২০১৭

মালিবাগে ফ্লাইওভারের গার্ডার পড়ে একজন নিহত, আহত দুই

http://www.dhakatimes24.com/2017/03/13/23891/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%93%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4-%E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87
রাজধানীর মালিবাগে রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নাম স্বপন। আহতরা হলেন-ফ্লাইওভার নির্মাণকাজের প্রকৌশলী পলাশ এবং শাহ সিমেন্টের গাড়ি চালক নূর নবী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফ্লাইওভারের নির্মাণ শ্রমিক লিটন বলেন, রবিবার রাত ক্রেন ছিড়ে ফ্লাইওভারের একটি গার্ডার নিচে পড়ে যায়। এতে স্বপন, নূর নবী ও পলাশ গুরুতর আহত হন। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার সময়ে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন