সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬

মিষ্টি পাখি কমলা দামা

http://www.dhakatimes24.com/2016/09/27/129442
কমলা দামা এদেশের মিষ্টি এক গায়ক পাখি। দেখতে দোয়েলের মতো। তবে রঙটা আলাদা। অনেক এলাকায় তাই একে কমলা দোয়েলও বলে। এর আরেক নাম কমলা বউ। বাসা বাঁধে ও রাতে ঘুমায় গাছের ডালে। কিন্তু দিনের বেশিরভাগ সময় এরা মাটিতে চরে বেড়ায়। মাটিতে পড়ে থাকা শুকনো ও পচা পাতার ভেতর খাবার খোঁজে। প্রধান খাবার কেঁচো। এছাড়া অঞ্জন ও গিরিগিটির ছানাও খায়। অনেক সময় এদের ধরা শিকারে ভাগ বসাতে আসে দোয়েল। মুখের কেঁচোটাকে ছোঁ মেরে কেড়ে নিতে চায়। দামাও ছাড়বার পাত্র নয়। তখন দুজন মিলে কী টানাটানি! বেচারা কেঁচোর তখন মড়ার উপর খাঁড়ার ঘা - বিস্তারিত পড়তে ছবিতে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন