বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬

ইলিশে সয়লাব বরিশাল, কমেছে দাম

http://www.dhakatimes24.com/2016/09/15/127980
ঈদের প্রথম দিন মানুষ ব্যস্ত ছিল পশু কোরবানি নিয়ে। এদিন তাই নদী বা সাগরে যাওয়া হয়নি জেলেদের। কিন্তু ঈদের একটি দিন পরেই ইলিশে সয়লাব হয়ে গেছে বরিশালের বাজার। কর্মব্যস্ত সময় পার করেছেন মাছ ব্যবসায়ীরা।
http://www.dhakatimes24.com/2016/09/15/127980

বৃহস্পতিবার সকাল থেকেই নগরীর পোর্ট রোডের অবতরণ কেন্দ্রে প্রচুর ইলিশ মাছ আসতে শুরু করেছে। জেলেরা সাগর ও নদী থেকে মাছ শিকার করেই সকালে চলে আসছে এ মোকামে। এখান থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে ইলিশ মাছ।  তবে ঈদের আগের চেয়ে দাম কিছুটা কমেছে। ২/১ দিনের মধ্যে আরও কমে যাবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা - বিস্তারিত পড়তে ছবিতে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন