বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬

চ্যাম্পিয়ন্স লিগ দুই মিনিটের জাদুতে বাঁচলো রিয়াল

http://www.dhakatimes24.com/2016/09/15/127952
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে হারতে হারতে রোনালদো কারিশমায় বেঁচে গেছে রিয়াল মাদ্রিদ। স্পোর্টিং লিসবনের বিপক্ষে এদিন প্রথমার্ধে পিছিয়ে পড়েও অন্তিম মুহূর্তে রোনালদো আর মোরাতার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে চেসার জানাকির আলতো শটে পিছিয়ে পড়ে রিয়াল। এরপর গোলের জন্য হন্যে হয়ে ঘুরতে থাকেন রোনালদোরা। শেষ পর্যন্ত ৮৯ মিনিটে এসে লিসবনের রক্ষণ ভাঙতে সক্ষম হন রোনালদো। চোখজুড়ানো দূরপাল্লার ফ্রি-কিকে দলকে সমতায় ফেরান - বিস্তারিত পড়তে ছবিতে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন